...
Admission Form fee can be paid between 27-09-2023 and 29-09-2023 ** For Any Problem WhatsApp This Number 8801325664419 (message only) **

আবেদন করতে যা সংগে থাকতে হবে-

  • শিক্ষার্থীর জন্ম সনদ/পিতা বা মাতার NID কার্ড
  • বিকাশ/নগদ/রকেট/উপায়/ট্যাপ/ওকেওয়ালেট/সোনালী একাউন্ট/ভিসা কার্ড/নেক্সাস কার্ড/অ্যামেক্স কার্ড/মাস্টার কার্ডের মাধ্যমে ভর্তি আবেদন ফি পরিশোধযোগ্য
    (সোনালী একাউন্ট থেকে পেমেন্ট করলে সর্বোচ্চ ৫.৭৫টাকা চার্জ প্রযোজ্য হবে)

সতর্কতা-

  • শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর সঠিকভাবে লিখতে হবে।
  • সঠিক মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
  • জন্ম সনদ তথ্যের সাথে আবেদনের তথ্যের কোনোরূপ অমিল হলে আবেদন বাতিল তথা ভর্তির জন্য নির্বাচিত হলেও তা বাতিল বলে গন্য হবে।
  • ভর্তি পরীক্ষার সময় কালার প্রিন্ট মূল প্রবেশ পত্র ও জন্ম সনদের ফটোকপি সংগে আনতে হবে।
বিঃদ্রঃ পেমেন্ট শেষে রিসিট এবং প্রবেশ পত্র কালার প্রিন্ট করে রাখুন।